জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেছেন, বিশ্বব্যাপী পরিবেশ দূষণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় প্রাণীকূলের জন্য দুর্যোগ ঘনীভূত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে পরিবেশ সচেতন হতে হবে।
বৃহস্পতিবার পরিবেশ বিজ্ঞান বিভাগ আয়োজিত বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় সম্পাদিত প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য আরো বলেন, শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল পরিবেশ দূষণ রোধকল্পে যথাযথ ব্যবস্থা নিতে পারে। বাসযোগ্য অবস্থা অক্ষুণ্ন রাখার জন্য প্রাকৃতিক জলাধার, নদী-নালা-খাল-বিল বাঁচিয়ে রাখতে হবে। গৃহায়নের নামে যেভাবে নিম্নাঞ্চল ভরাট করা হচ্ছে, বেরিয়ে আসতে হবে সেই মানসিকতা থেকে।
উপাচার্য বাস্তবসম্মত, পরিবেশবান্ধব নীতি প্রণয়ন ও দিক-নির্দেশনার জন্য পরিবেশ বিজ্ঞানীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান।
পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল হোসেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সৈয়দ সফিউল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় শিক্ষক মো. জামাল উদ্দীন।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
eic@banglanews24.com