সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর শনিবার। বিশ্ববিদ্যালয়সহ সিলেটের মোট ১৫ কেন্দ্রে সকাল ১০টায় ‘এ’ ইউনিট ও বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নারায়ন সাহা জানান, এ বছর দুই ইউনিটে মোট আবেদন পড়েছে ৪১ হাজার। প্রতি আসনের বিপরীতে ৩০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভর্তি পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu বা যে কোনো মোবাইল অপারেটর থেকে SUST< space >SEAT< space >Your-Admission-Roll and send to 2323 নম্বরে এসএমএস করে জানা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে এবং admission@sust.edu তে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এছাড়া পরীক্ষা পরবর্তী রেজাল্ট জানতে যেকোনো মোবাইল থেকে SUST RESULT ADMISSION ROLL লিখে ১৬১৬ তে এসএমএস করতে হবে।
ভর্তি কমিটি সূত্র জানায়, এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটভুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ৫৯০ আসনের বিপরীতে উনিশ হাজার ৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ ইউনিটে প্রতি আসনে ৩৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া ‘বি’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদে (আর্কিটেকচারসহ) ৭৯৫ আসনের বিপরীতে একুশ হাজার আটশ ২৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ২৮ জন শিক্ষার্থী।
উপরে বর্ণিত আসন ছাড়াও মুক্তিযোদ্ধার সন্তান ২৫ জন, আদিবাসী ২৫ জন, প্রতিবন্ধী ১৩ জনসহ ৬৩ টি আসন সংরক্ষিত রয়েছে।
রোল অনুযায়ী ভর্তি পরীক্ষার আসনবিন্যাস (‘এ’ ইউনিট): বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ১০০০১-১৩১২২, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ১৩১২৩-১৪২৬৬, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ (পাঠানটুলা) ১৪২৬৭-২০০৮৫, বু বার্ড স্কুল অ্যান্ড কলেজ ২০০৮৬-২১৭৯২, ওসমানী মেডিকেল কলেজ ২১৭৯৩-২৩৭৯২, মদন মোহন কলেজ মেইন ক্যাম্পাস ২৩৭৯৩-২৫৪৯৫, মদন মোহন কলেজ তারাপুর ক্যাম্পাস ২৫৪৯৬-৩০২৯২, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ৩০২৯৩-৩১৪২৮, সিলেট অগ্রগামী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ৩১৪২৯-৩২৪২৮, সিলেট ওইমেন্স মেডিকেল কলেজ ৩২৪২৯-৩৩১৩১, সিলেট সরকারি কলেজ ৩৩১৩২-৩৪২৩১ এবং এমসি কলেজে ৩৪২৩২-৩৭৭৯৯।
রোল অনুযায়ী ভর্তি পরীক্ষার আসনবিন্যাস(‘বি’ ও ‘বি-১’ ইউনিট): বিশ্ববিদ্যালয় ক্যম্পাস ৫০০০১-৫৩১২২, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ (পাঠানটুলা) ৫৩১২৩-৮০৫০০, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৮০৫০১-৮১৬৪৪, বু বার্ড স্কুল অ্যান্ড কলেজ ৮১৬৪৫-৮৩৩৫১, ওসমানী মেডিকেল কলেজ ৮৩৩৫২-৮৫৩৫১, সিলেট ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটি ৮৫৩৫২-৮৬০৩৭, মদন মোহন কলেজ মেইন ক্যাম্পাস ৮৬০৩৮-৮৭৭৪০, মদন মোহন কলেজ তারাপুর ক্যাম্পাস ৮৭৭৪১- ৮৮২১০, পুলিশ লাইন হাই স্কুল ৮৮২১১-৮৮৭৩০, সরকারি আলিয়া মাদ্রাসা ৮৮৭৩১-৮৯৬০০, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ৮৯৬০১-৯০৭৩৬, সিলেট অগ্রগামী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ৯০৭৩৭-৯১৭৩৬, দি এইডেড হাই স্কুল ৯১৭৩৭-৯২৪৪৪, সিলেট ওইমেন্স মেডিকেল কলেজ ৯২৪৪৫-৯৩১৪৭, সিলেট সরকারি কলেজ ৯৩১৪৮-৯৪২৪৭ এবং এমসি কলেজে ৯৪২৪৮-৯৭৭৮১।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১২
ইএইচ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/জেডএম eic@banglanews24.com