ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উৎসবমুখর পরিবেশে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই পর্বে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই শিক্ষাবর্ষে একহাজার তিনশ’ ৮৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪০ হাজার আটশ’ ৮৫ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৯ হাজার ৫৮ জন, ‘বি’ ইউনিটে চার হাজার দুইশ’ ১৮ জন ও ‘বি-১’ ইউনিটে ১৭ হাজর ছয়শ’ নয়জন। আসন প্রতি প্রার্থী ৩০।

শাবিপ্রবি ক্যম্পাস ছাড়াও সিলেট মহানগরীর বিভিন্ন কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শাবিপ্রবি উপাচার্য ড. মো. সালেহ উদ্দিন, কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস,  কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রক্টর ড. হিমাদ্রি শেখর রায় ও ভর্তি কমিটির প্রধান ড. নারায়ণ সাহা বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য ড. মো. সালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, “উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ”

প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় বলেন, “পরীক্ষার্থী ও তাদের অভিবাবকদের নিরাপত্তা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে স্থাপন করা ছিল সিসি ক্যামেরা। ”

প্রথম পর্বের পরীক্ষা শেষে দুপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাতীয়তাবাদী ছাত্রদল ও আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া ক্যাম্পাসে পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল বের করে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
এসএ/  সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।