ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষকদের আন্দোলনে অচল ইবি: প্রশাসনিক ভবন ঘেরাও সোমবার

ইবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১২

ইবি (কুষ্টিয়া): উপাচার্য, উপউপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষক সমিতির আন্দোলনে অচল হয়ে পড়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

এর ফলে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।



এদিকে, সোমবার প্রশাসনিক ভবন ঘেরাও করা হবে বলে শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন, উপউপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাজাহান আলীর অপসারণ দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ইসলামী বিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবারও সকাল ১১টায় প্রশাসনিক ভবনের করিডোরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে প্রশাসনের এই ৩ কর্তাব্যক্তির অপসারণ করা না হলে আগামী সোমবার প্রশাসনিক ভবন ঘেরাও করবে বলে ঘোষণা দেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি তার বক্তব্যে বলেন, “প্রশাসনের এই ৩ ব্যক্তি যদি সোমবারের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে আমরা প্রশাসনিক ভবন ঘেরাও করবো। ”

এছাড়া তিনি উপাচার্য, উপউপাচার্য ও কোষাধ্যক্ষের বাসার পানি ও বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুমকি দিয়ে বলেন, “অতি দ্রুত পদত্যাগ না করলে আমরা তাদের বাসার পানি ও বিদ্যুতের সংযোগ বিছিন্ন করে দেবো। ”

এসময় রোববার র‌্যালি ও সোমবার প্রশাসনিক ভবন ঘেরাও করার ঘোষণা দেওয়া হয়।

এদিকে, বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি পৃথক পৃথকভাবে কর্মবিরতি পালন করছে।

ফলে, শিক্ষকদের ক্লাস বর্জন ও কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতিতে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ড বন্ধ হয়ে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।