ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে প্রশাসনিক ভবনে তালা, কর্মকর্তা সমিতির একাত্মতা ঘোষণা

ইবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১২
ইবিতে প্রশাসনিক ভবনে তালা, কর্মকর্তা সমিতির একাত্মতা ঘোষণা

ইবি(কুষ্টিয়া): কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে সোমবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

পরে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একাত্মতা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি।


সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনে ১ ঘণ্টা তালাবদ্ধ করে সমাবেশ করা হয়।

এদিকে, আন্দোলনের কারণে সোমবারও ক্যাম্পাসে আসেননি উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনেক দিন ধরে আন্দোলন করে আসছে ইবি শিক্ষক সমিতি।

সোমবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষকরা।

প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আ.ছ.ম. তরিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. রুহুল কে.এম. সালেহ, অধ্যাপক ড. আলনিুর রহমান, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক ড. আফাজ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।