ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘ইউনিভার্সিটি সেন্টার’ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১২

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি সেন্টারের (ছাত্র শিক্ষক মিলন কেন্দ্র)  উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এছাড়া তিনি, ‘আব্দুল গাফফার দত্ত চৌধুরী স্মারক বক্তৃতা সংকলন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তার উন্নয়ন ও সংস্কার কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মঙ্গলবার সকালে ‘আব্দুল গাফফার দত্ত চৌধুরী স্মারক বক্তৃতা সংকলন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের কাজ কেবল জ্ঞান বিতরণ নয়। বরং জ্ঞান সৃষ্টি করাই এর অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। ”

তিনি আরও বলেন, “শাহজালাল বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টিতে ভূমিকা পালন করছে। গবেষণালব্ধ প্রবন্ধের সংকলন প্রকাশ এর বড় প্রমাণ। ”

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সালেহ উদ্দিনের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, “আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যে অর্থ বরাদ্দ দেই, তার অধিকাংশই কাজে লাগানো হয় না। কিন্তু শাহজালাল বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে ব্যতিক্রম। এ বিশ্ববিদ্যালয়ে সব উন্নয়ন প্রকল্পই বাস্তবায়িত হয়েছে। ফলে এখানে কয়েক বছরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ”

সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন বলেন, “এককভাবে সরকারের পক্ষে একটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য বিত্তবানদের এগিয়ে আসতে হবে। ”  
তিনি আরো বলেন, “সরকারের অনুদান ছাড়াই যে কোনো কিছু করা সম্ভব ‘ইউনিভার্সিটি সেন্টার’ নির্মাণের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দা জেবুন্নেছা হক এমপি, অতিরিক্ত সচিব ও কবিপুত্র আলী মোস্তফা চৌধুরী ও শাবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
‘আব্দুল গাফফার দত্ত চৌধুরী স্মারক বক্তৃতা সংকলন’ শীর্ষক গ্রন্থের সংকলক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল।
এর আগে অর্থমন্ত্রী ‘ইউনিভার্সিটি সেন্টার’ প্রাঙ্গণে পৌঁছালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান।

সেখানে আরও উপস্থিত ছিলেন সৈয়দা জেবুন্নেছা হক এমপি, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, স্কুলসমূহের ডিন এবং জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ইউনিভার্সিটি সেন্টারের দোতলা পর্যন্ত নির্মাণ করা হয়। পূর্ণাঙ্গ সেন্টারটি ৩তলা বিশিষ্ট হবে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১২
এসএ/ সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।