ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ১৩ শিক্ষার্থীকে ডিন্স অ্যাওয়ার্ড

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১২
ঢাবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ১৩ শিক্ষার্থীকে ডিন্স অ্যাওয়ার্ড

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্ভুক্ত বিভিন্ন বিভাগের ২০০৯-২০১০ ও ২০১০-২০১১ শিক্ষাবর্ষের বিএসসি অনার্স পরীক্ষায় কৃর্তিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ১৩ শিক্ষার্থীকে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃর্তি শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেন।

তিনটি ক্যাটাগরিতে ১৩ জন শিক্ষার্থী মোট ১৮টি অ্যাওয়ার্ড লাভ করেন।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. শাহিদা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। অন্যদের বক্তব্য রাখেন অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক এ এস এম মাহবুবুর রহমান ও অধ্যাপক আনোয়ারুল রহমান খান।

অনুষ্ঠানে ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আদনান কিবার, ফলিত রসায়ন ও কেমিকৌশল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এম সরোয়ারউদ্দিন চৌধুরী ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হাসানুজ্জামান স্ব স্ব বিভাগের ডিন্স অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ”

তিনি বলেন, “শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠা। তাই ছাত্র-ছাত্রীদের পুঁথিগত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশ ও জাতির জন্য কল্যাণকর, নৈতিক মূল্যবোধসম্পন্ন জ্ঞান লাভ করতে হবে। ”

ডিন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীরা হলেন- ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বি এম হাসান তালুকদার ও মো. মাসুদ পারভেজ অর্নব, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সাদিয়া শারমিন।

ডিন্স অনার অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীরা হলেন-ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ জহির উদ্দিন সুজা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের আনা ফারিহা ও তাহরিমা হাশেম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ফাতেমা ওয়াহিদা, অনামিকা দত্ত, সাবরিন আবদুস সামাদ, সজল মোল্লা, রওশন আফরোজ , মো. সিরাজুর রহমান ও মামুন সরকার।

ডিন্স অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন- ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের এবিএম হাসান তালুকদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের আনা ফারিহা ও তাহরিমা হাশেম, ফলিত রসায়ন ও কেমিকৌশলের ফাতেমা ওয়াহিদা ও মো. সিরাজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১২
এমএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।