ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি শিক্ষক সমিতির নির্বাচন ১৩ ডিসেম্বর

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১২

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন-২০১৩ আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ বিষয়ে গঠিত নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।



এ সম্পর্কে নির্বাচন কমিশন সূত্র জানায়, মোট ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচনে মনোনয়নপত্র জমাদান চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

৯ ডিসেম্বর হবে বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ। প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর। ভোট গ্রহণ ও ফলাফল জানানো হবে ১৩ ডিসেম্বর।

এ বিষয়ে গঠিত ৫ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বাংলানিউজকে বলেন, “মোট ৩৪৯ জন শিক্ষক এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। চূড়ান্ত ভোটার তালিকার নামই সঠিক বলে বিবেচিত হবে। ”

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১২
এমএমএস/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।