ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার উন্নয়নে ৫০ কোটি টাকা অনুদান জাপানের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১২
শিক্ষার উন্নয়নে ৫০ কোটি টাকা অনুদান জাপানের

ঢাকা: বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে উন্নয়নের জন্য সরকারকে ৫০ কোটি টাকার অনুদান দেবে জাপান।

বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ সম্পর্কিত দুটি চুক্তি সই হয়।

বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মো. শফিকুল আজব ও জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা চুক্তিতে সই করেন। এসময় বাংলাদেশে জাইকা প্রতিনিধিদলের প্রধান ড. তাকাও তোদাও উপস্থিত ছিলেন।

‘প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-৩’ (পিইডিপি-৩) নামক একটি প্রকল্পের আওতায় এ অনুদান পেয়েছে বাংলাদেশ। ২০১৬ সাল পর্যন্ত পর্যায়ক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ অনুদান দেওয়া হবে।

এ প্রকল্পের মূল লক্ষ্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যালয়গুলোর শ্রেণীকক্ষকে আরও পাঠোপযোগী করে তোলা। এজন্য বিভিন্ন বৈজ্ঞানিক ও গাণিতিক সরঞ্জাম সরবরাহ করার পাশাপাশি প্রশিক্ষণও দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১২
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।