ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে জার্মান দূতাবাস প্রতিনিধি দল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে জার্মান দূতাবাস প্রতিনিধি দল

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জার্মান দূতাবাসের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকাস্থ জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন, কাউন্সিলর, পলিটিক্যাল অ্যান্ড ইকনমিক অ্যাফেয়ার্স ড. রাফেল ম্যাথিস রিউস।



বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আগত জার্মান দূতাবাসের কর্মকর্তাদের স্বাগত জানান বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

এ সময় বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রকল্প পরিচালক মো. মনছুরুল আলম উপস্থিত ছিলেন।

আব্দুল লতিফ সিদ্দিকী ১৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিচালনায় জার্মান সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় প্রতিনিধি দল কলেজের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয়।


বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।