ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির ২০১২-১৩ শিক্ষাবর্ষের আসন বিন্যাস

মু. রহমত উল্যাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
নোবিপ্রবির ২০১২-১৩ শিক্ষাবর্ষের আসন বিন্যাস

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামি ২৫ ও ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এবছর এ-গ্রুপের মোট পরীক্ষার্থী ১৩৫৮০, বি-গ্রুপের ২৯৯৯ ও সি-গ্রুপের ৩৪৮৫ জন পরীক্ষার্থী অংগ্রহন করছে।



এ-গ্রুপের পরীক্ষা ২৫ ডিসেম্বর জেলার ২৩ কেন্দ্রে সকাল সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত ও বি-গ্রুপের পরীক্ষা ৮ কেন্দ্রে ৩ ভাগে অনুষ্ঠিত হবে। নিম্নে কেন্দ্র সমূহের নাম ও পরীক্ষার্থীদের রোল নম্বর দেওয়া হলো:

এ-গ্রুপের রোল ১০০০১-১১৪০০ নোয়াখালী সরকারি কলেজ (নতুন ক্যাম্পাস), ১১৪০১-১২৪৮২ নোয়াখালী সরকারি মহিলা কলেজ, ১২৪৮৩-১৩৩৮২ সোনাপুর ডিগ্রি কলেজ, ১৩৩৮৩-১৪২৮২ নোয়াখালী জিলা স্কুল, ১৪২৮৩-১৫২৮২ নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৫২৮৩-১৫৮৯২ হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়, ১৫৮৯৩-১৬২৯২ পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়, ১৬২৯৩-১৬৮৯২ অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়, ১৬৮৯৩-১৭৪৪৪ আহম্মদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, ১৭৪৪৫-১৭৭৪৪ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ১৭৭৪৫-১৮১৪৪ আল ফারুক একাডেমি, ১৮১৪৫-১৮৬৩০ বালিকা বিদ্যা নিকেতন, ১৮৬৩১-১৯০৮০ পুলিশ কেজি স্কুল, ১৯০৮১-১৯৪৪৩ এমএ রশিদ উচ্চ বিদ্যালয়, ১৯৪৪৪-১৯৮৬৩ নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসা, ১৯৮৬৪-২০২১৩ মাইজদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ২০২১৪-২০৭৪৩ বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, ২০৭৪৪-২১১৪৩ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, চৌরাস্তা বেগমগঞ্জ, ২১১৪৪-২১৪৬১ জালাল আহম্মদ কলেজ, ২১৪৬২-২১৮৬১ টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ২১৮৬২-২২১৬১ বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও ২২১৬২-২২৭৬১ একলাশপুর উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জ।

বি-গ্রুপের পরীক্ষা সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত রোল ৪০০০১-৪০৯০০  নোয়াখালী সরকারি মহিলা কলেজ, ৪০৯০১-৪২১৮০ নোয়াখালী সরকারি কলেজ (নতুন ক্যাম্পাস) ও ৪২১৮১-৪৩০০০ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

একই দিন বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রোল ৭০০০১-৭০৪০০ পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়, ৭০৪০১-৭১০০০ হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়, ৭১০০১-৭১৮৬৬  নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৭১৮৬৭-৭২৬৬৬ নোয়াখালী জিলা স্কুল ও ৭২৬৬৭-৭৩৪৯৯ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর ২০ মিনিট পূর্বে প্রত্যেক পরীক্ষার্থীকে নির্ধারিত হলে প্রবেশ করতে হবে।

প্রত্যেক পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার দিন এইচএসসি বা সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ডের দুই কপি সত্যায়িত ফটোকপি এবং দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সঙ্গে আনতে হবে। অন্যথায় পরীক্ষা গ্রহণ করা হবে না।

১লা অক্টোবর ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১লা অক্টোবর  থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ও এ-গ্রুপের পরীক্ষা ১৪ ডিসেম্বর, বি ও সি-গ্রুপের পরীক্ষা ১৫ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর ফলাফল প্রকাশের হওয়ার কথা ছিল।

১০নভেম্বর আবেদনের সময় শেষ হওয়ার পর আবেদনকারীর সংখা বাড়ানোর সময় কর্তৃপক্ষ আবেদনের সময়সীমা ১০ নভেম্বরের পরিবর্তে ১০ ডিসেম্বর, এ-গ্রুপের পরীক্ষা ১৪ ডিসেম্বরের পরিবর্তে ২৫ ডিসেম্বর, বি ও সি-গ্রুপের পরীক্ষা ১৫ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়। ২৭ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

এ বছর এ-গ্রুপে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, ফার্মেসি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, গণিত, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড হ্যাজার্ড স্টাডিজ, ফুড  টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং,  ও কোস্টাল এগ্রিকালচার। বি-গ্রুপে ইংরেজি।

সি-গ্রুপে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইকনোমিক্স অ্যান্ড পোভার্টি স্টাডিজ বিভাগসহ  মোট ১৪টি বিষয়ে আবেদন প্রক্রিয়া শুরু হয়। প্রত্যেক বিষয়ে ৬০টি আসন ও বিবিএ ৮০টি আসন রয়েছে।

বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nstu.edu.bd ও ০১৭১১২৮৪৯১০ নম্বরে যোগাযোগ করা যাবে।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।