ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আনুষঙ্গিক খরচের দিকে খেয়াল রাখতে শিক্ষামন্ত্রীর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১২
আনুষঙ্গিক খরচের দিকে খেয়াল রাখতে শিক্ষামন্ত্রীর আহ্বান

ঢাকা: মধ্যবিত্ত পরিবারের সন্তানদের প্রতি দৃষ্টি রেখে ভর্তি ফি, সেশন ফি, সেমিস্টার ফিসহ সকল আনুষঙ্গিক খরচ নির্ধারনের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার সকালে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২য় সমাবর্তন অনুষ্ঠানে  সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

অসুস্থতার কারণে সভাপতি হিসেবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য জিল্লুর রহমান উপস্থিত থাকতে পারেননি।

সমাবর্তনে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক এমিরেটস ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম চৌধুরী।

সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী ও বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব ড. মুশফিক এম চৌধুরী।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগের ২ হাজার ৩০০  কৃতি শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিজিপিএ-৪ পেয়ে রাষ্ট্রপতি পদক পান শিক্ষার্থী মুশফিকুর রহমান।

শিক্ষামন্ত্রী বলেন, সনদ বাণিজ্য করতে যে সব বিশ্ববিদ্যালয় চালু হয়েছিল, আজ তাদের অবস্থান নেই। সরকার সনদ বাণিজ্য রুখতে বদ্ধ পরিকর।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে মধ্যবিত্ত পরিবারগুলোর প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করতে পারে- সে দিকে খেয়াল রাখতে হবে।

অর্থ নয়, মেধাই যেন হয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের চাবি।

গুণগত শিক্ষা প্রদানের জন্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির প্রতি ধন্যবাদ জানান মন্ত্রী।

বাংলাদেশ সময় :  ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১২
এমএন/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।