ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ২৭ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ২৭ ডিসেম্বর

ঢাকা: আগামী ২৭ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ওইদিন বিকেল ৩টায় সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান, ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে একযোগে ফল প্রকাশ করবে সরকার।



সোমবার সন্ধ্যায় সরকারি এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুরের জেএসসি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেডিসি পরীক্ষার ফল আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৩টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস এর মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে।

কেন্দ্র সচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানরা পরীক্ষার্থীদের ফল সংগ্রহ করবেন।

পরীক্ষার্থীদের পরীক্ষার ফল নিজ নিজ কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults. এর মাধ্যমে ফলাফল জানতে পারবে।

নির্ধারিত Short Code-16222 এ SMS এর মাধ্যমেও ফল পাওয়া যাবে। SMS এর মাধ্যমে ফল পাওয়ার পদ্ধতি টেলিটক বাংলাদেশ লি.  দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
এসএমএ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।