ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিসি কলেজের ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৪
পিসি কলেজের ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটসহ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ উপলক্ষ্যে কলেজ প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।



র‌্যালিতে নেতৃত্ব দেন সরকারি পিসি কলেজের অধ্যক্ষ ও ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর সুকণ্ঠ কুমার মণ্ডল।

র‌্যালিটি কলেজ চত্বর প্রদক্ষিণ শেষে করে ক্যাম্পাসে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের (পিসি) মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে।

এতে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এসএম ওয়াহিদুজ্জামান, ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক প্রভাষক শাহ্ আলম ফরাজী, কলেজের রোভার স্কাউট ইউনিট, বিএনসিসিসহ বিভিন্ন বিভাগ ও শ্রেণির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

বাঙালি তথা ভারতের বিজ্ঞান ভাবনার অগ্রদূত বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তৎকালীন খলিফাতাবাদ ও হাবেলী পরগণার জমিদার, সাধারণ মানুষ ও বিদ্যোৎসাহী ব্যক্তিদের নিয়ে ১৯১৬-১৯১৮ সালে বাগেরহাটে কলেজটি প্রতিষ্ঠা করেন।

পরবর্তীতে ১৯১৮ সালের ৯ আগস্ট বাগেরহাট শহরের পশ্চিম পাশে বর্তমান পৌর শহরের হাড়িখালি এলাকায় অবস্থিত কলেজটিকে প্রফুল্ল চন্দ্র কলেজ নামে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃতি প্রদান করেন। সে সময় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের অনুরোধে ঋষি কামাখ্যাচরণ নাগ এ কলেজের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন।

কলেজটিতে ১৯২৪ সাল পর্যন্ত ইংরেজি, গণিত, ইতিহাস ও সংস্কৃত বিষয়ে অনার্স পড়ানো হতো। পরবর্তীতে বাংলা, অর্থনীতি, আরবি ইত্যাদি বিষয়ে অনার্স খোলা হয়। স্বাধীনতার পর ১৯৭৯ সালে কলেজটি জাতীয়করণ হয়। ১৯৯৬ সাল হতে কলেজটিতে ১৪টি বিষয়ে অনার্স ও ছয়টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে।

বর্তমানে পিসি কলেজে প্রায় ২০ একর জমির ওপর প্রতিষ্ঠিত কলেজের একাদশ-দ্বাদশ, অনার্স এবং মাস্টার্স কোর্স মিলিয়ে প্রায় ৮ হাজার শিক্ষার্থী রয়েছে।

পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুকণ্ঠ কুমার মণ্ডল বাংলানিউজকে জানান, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা চলার করণে বড় কোনো আয়োজন ছাড়াই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।