ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েট ভিসিকে শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
কুয়েট ভিসিকে শুভেচ্ছা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দ্বিতীয় মেয়াদে ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন কুয়েট এর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ।

রোববার সকাল থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শাখা ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।



কুয়েট ভাইস-চ্যান্সেলরকে শুভেচ্ছা জানান তড়িৎ ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি), পুরকৌশল বিভাগ, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ, পরিচালক (ছাত্র কল্যাণ) এর কার্যালয়, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর কার্যালয়, কেন্দ্রীয় সিআরটিএস, রেজিস্ট্রার দপ্তর, প্রধান চিকিৎসা কর্মকর্তার কার্যালয়, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর, কম্পোট্রলারের দপ্তর, লাইব্রেরিয়ানের দপ্তর, প্রধান প্রকৌশলীর দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, যানবাহন শাখা, নিরাপত্তা শাখা, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের দপ্তর, জনসংযোগ ও তথ্য শাখা, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কুয়েট ছাত্রলীগ, পুজা উদযাপন পরিষদ, ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ, কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, মাস্টাররোল কর্মচারী সমিতি, হল কর্মচারী এবং ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, খুলনা মহানগর ও জেলা শাখাসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।