ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে সাফল্যের ধারা ছেলেদের ঘরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
সিলেট বোর্ডে সাফল্যের ধারা ছেলেদের ঘরে

সিলেট: সারাদেশের সার্বিক ফলাফলে মেয়েরা এগিয়ে থাকলেও সিলেটে সাফল্যের ধারা ছেলেদের ঘরে বেশি। গত দুই বারের ধারাবাহিকতায় এবারও এইচএসসির সার্বিক ফলাফলে এগিয়ে গেছে ছেলেরা।



তবে মানবিক বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা। অন্যদিকে বিজ্ঞান ও বাণ্যিজ্য বিভাগে বেশি পাস করেছে ছেলেরা। বোর্ডে ছেলেদের পাসের হার ৭৯ দশমিক ১৯। মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ১৫।

এছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যেও ছেলেরা এগিয়ে। দুই হাজার ৭০জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ১হাজার ১৮৭ ও মেয়ে ৮৮৩জন।

বুধবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দেশের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে সিলেটের অবস্থান একধাপ নিচে নামলেও গত বারের তুলনায় বেড়েছে পাশের হার ও জিপিএ-৫।

বোর্ডের ২০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৭হাজার ৫৬১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৫হাজার ৫৬৮জন। এদের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৫ ও মেয়ে শিক্ষার্থী ২৪ হাজার ৭৫৩।

এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৭ হাজার ৫০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ৬০৯ জন। পাসের হার ৮৮ দশমিক ০৪ ভাগ। এ বিভাগে ৪ হাজার ২৬৪ জন ছেলের মধ্যে পাস করেছে ৩ হাজার ৮৬১ জন। পাসের হার ৯০ দশমিক ৫৫।

অন্যদিকে ৩ হাজার ২৪৩ জন মেয়ের মধ্যে পাস করেছে ২ হাজার ৭৪৮ জন। তাদের পাসের হার ৮৪ দশমিক ৭৪। এই বিভাগে ১২৫১টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ৭৭২টি ও মেয়েরা পেয়েছে ৪৭৯টি।

মানবিক বিভাগে ৩৮ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯ হাজার ১৭৮ জন। পাসের হার ৭৫ দশমিক ৪৮ ভাগ। এ বিভাগে ১৪ হাজার ৯০৮ জন ছেলের মধ্যে পাস করেছে ১০ হাজার ৮৩৩ জন। পাসের হার ৭২ দশমিক ৬৭।

অন্যদিকে ২৩ হাজার ৭৫১ জন মেয়ের মধ্যে পাস করেছে ১৮ হাজার ৩৪৫ জন। তাদের পাসের হার ৭৭ দশমিক ২৪। এই বিভাগে ৩২৪টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ১১৬টি ও মেয়েরা পেয়েছে ২০৮টি।

বাণিজ্য বিভাগে ১১ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৭৮১ জন। পাসের হার ৮৫ দশমিক ৮৪ ভাগ। এ বিভাগে ৭ হাজার ১১২ জন ছেলের মধ্যে পাস করেছে ৬ হাজার ১২১ জন। পাসের হার ৮৬ দশমিক ০৭।

অন্যদিকে ৪ হাজার ২৮৩ জন মেয়ের মধ্যে পাস করেছে ৩ হাজার ৬৬০ জন। তাদের পাসের হার ৮৫ দশমিক ৪৫। এই বিভাগে ৪৯৫টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ২৯৯টি ও মেয়েরা পেয়েছে ১৯৬টি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।