ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাসের হার নিয়ে প্রশ্ন আধুনিক যুগের নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
পাসের হার নিয়ে প্রশ্ন আধুনিক যুগের নয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নানা উদ্যোগ গ্রহণের কারণে ভাল ফল হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোন শিক্ষক তার শিক্ষার্থীকে ফেল করার জন্য পড়ায় না। শিক্ষার্থীরা পাস করার জন্যই পড়ে।

পাসের হার নিয়ে প্রশ্ন তোলা হলে তা আধুনিক যুগের কোনো প্রশ্ন হবে না।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৩৩। আর মোট জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

বুধবার সকালে শিক্ষামন্ত্রী গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেন। পরে দুপুরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, পাসের হার নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন। আমি বলব এটা আধুনিক যুগের প্রশ্ন হতে পারে না। কোন শিক্ষক তার ছাত্রকে ফেল করার জন্য পড়ান না। ছাত্ররাও ফেল করার জন্য পড়াশোনা করে না, পাস করার জন্যই পড়ে।

কেউ কেউ বলেন, আমরা খাতা দেখার সময় নম্বর বাড়িয়ে দিতে বলেছি, এভাবে নানাভাবে আমাদের বিব্রত করার চেষ্টা করেন। তবে আমরা বিব্রত হই না। কারণ নম্বর বাড়িয়ে দেয়ার কথা বলা হয় না।

নানা ধরণের উদ্যোগের ফলে ভাল ফল হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সৃজনশীল পদ্ধতি চালু ও শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে শিক্ষকদেরও ক্লাস নেয়া হচ্ছে, সেরা শিক্ষকদের ক্লাস বিটিভিতে প্রচার, ইংরেজি ও গণিত বিষয়ে আলাদা ক্লাস নেয়ায় ইতিবাচক ফল পাচ্ছি।

এবার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে ঢাকা বোর্ডের গণিত দ্বিতীয়পত্র ও ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্ন ফাঁসের প্রমাণ পায় তদন্ত কমিটি। তবে প্রশ্ন ফাঁসের প্রভাব ফলাফলে পড়েনি দাবি করেন শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক, অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন, এসএ মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

** সাফল্য ধরে রাখতে পারেনি সিলেট

** মাদরাসা বোর্ডের সেরা ২০

** যশোরের সেরা ১০ এর ৬টিই সদরের
** ঢাকা বোর্ডে ১৭ তম ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
** ঢাকা বোর্ডে পিছিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ
** লিবিয়া থেকে পরীক্ষার্থী ১, পাস শতভাগ!
** বেড়েছে শতভাগ পাশের প্রতিষ্ঠান
** মাগুরা জেলার শীর্ষে বিহারী লাল কলেজ
** কারিগরি বোর্ডে পাসের হারে উন্নতি নেই
** রাজশাহীতে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ
** এবারও সেরা রাজউক মডেল কলেজ
** দিনাজপুর বোর্ডে রংপুর ক্যান্ট পাবলিক প্রথম, ক্যাডেট দ্বিতীয়
** সিলেট বোর্ডে সাফল্যের ধারা ছেলেদের ঘরে

** যশোর বোর্ডের সেরা বিশে খুলনার ৮ কলেজ
** জেলার শীর্ষে পাবনা ক্যাডেট কলেজ
** চতুর্থবারের মতো দেশসেরা রাজউক উত্তরা 
** এইচএসসিতে গড় পাস ৭৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার
 

** সিলেট বোর্ডে পাসের হার ৭৯.১৬

** চতুর্থবারের মতো দেশসেরা রাজউক উত্তরা
** কুমিল্লায় পাসের হার ৭০.১৪
** মৌলভীবাজার পাসের হার ৭৭.৭৮
** এইচএসসিতে সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন
** চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭০.০৬ শতাংশ
** বরিশাল বোর্ডে পাসের হার ৭১.৭৫
** ভোলায় এইচএসসিতে পাসের হার ৬৭.২০
** আজ এইচএসসি পরীক্ষার ফল
** যশোর বোর্ডের সেরা ঝিনাইদহ ক্যাডেট কলেজ
** রাজশাহী বোর্ডে দ্বিতীয় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ
** ফল পুনঃমূল্যায়ন আবেদনের শেষ সময় ২০ আগস্ট
** মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
** ঠাকুরগাঁওয়ের সেরা ৫ কলেজ
** কারিগরি শিক্ষা বোর্ডে পাসে এগিয়ে বরিশাল টেকনিক্যাল
** জিপিএ-৫ না পেয়ে দুমকীতে তরুণীর আত্মহত্যা
** রেসিডেন্সিয়াল মডেলের ফল ‘বিপর্যয়’
** রাজশাহী বোর্ডের সেরা ২০ কলেজ
** জেলায় শীর্ষে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, বোর্ডে দ্বিতীয়
** উল্লাসে নটরডেমের শিক্ষার্থীরা
** সবার সেরা ঢাকা বোর্ড
** সিলেটে সেরা ২০ কলেজ
** গাজীপুরের সেরা পাঁচ কলেজ
** ঢাকা বোর্ডে তৃতীয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
** ক্যান্সার হার মেনেছে জিপিএ-৫ পাওয়া ঋতুর কাছে
** পা দিয়ে লিখেই এইচএসসি পাশ
** ‘অবাধ্য’ শিক্ষার্থী বেশি কারিগরি বোর্ডে
** মাদ্রাসা বোর্ডে সিলেট বিভাগে ১ম শাহজালাল জামেয়া
** শতভাগ ফেল!
** রাজশাহী বিভাগে ১৬তম সিরাজগঞ্জের ধানগড়া ফাজিল মাদ্রাসা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।