ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়া আজিজুল হক কলেজ বোর্ডে তৃতীয়, জেলায় প্রথম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
বগুড়া আজিজুল হক কলেজ বোর্ডে তৃতীয়, জেলায় প্রথম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বুধবার প্রকাশিত এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ তৃতীয় এবং জেলাতে প্রথম স্থান দখল করেছে।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বোর্ডে চতুর্থ এবং জেলায় দ্বিতীয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এ্যান্ড কলেজ বোর্ডে ৯ম এবং জেলায় তৃতীয় স্থান অধিকার করেছে।

এছাড়া বিয়াম মডেল স্কুল এ্যান্ড কলেজ বোর্ডে একাদশ এবং বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ বোর্ডে সপ্তদশ স্থান অধিকার করেছে।

বুধবার দুপুরে প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষরা বাংলানিউজকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

বগুড়া আযিযুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শিরিনা এনাম(ভারপ্রাপ্ত অধ্যক্ষ) বাংলানিউজকে জানান, তার কলেজ থেকে সর্বমোট ১৪৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯২৫ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ১৪৬৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৪৯ জনের মধ্যে ৫৯৯ জন, ব্যবসায় শিক্ষায় ৩৬৯ জনের মধ্যে ২০৪ জন এবং মানবিকে ২৭৪ জনের মধ্যে ১২০  জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৮.২৬ শতাংশ। প্রকাশিত ফলাফল অনুযায়ী বগুড়াতে প্রথম এবং বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে তারা।

বগুড়া ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, তার কলেজ থেকে সর্বমোট ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪০১ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৬৯৪ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৪০১ জনের মধ্যে ২৪৪ জন, মানবিকে ৮৭ জনের মধ্যে ৩৮ জন এবং ব্যবসায় শিক্ষায় ২০৯ জনের মধ্যে ১১৯ জন জিপিএ-৫ পেয়েছে। ঘোষিত ফলাফলে বোর্ডে তাদের অবস্থান ৪র্থ।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন জানান, তার কলেজ থেকে সর্বমোট ২৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৬৭ জন জিপিএ-৫ সহ সকলেই পাশ করেছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০৮ জনের মধ্যে ৮৪ জন, মানবিকে ৬০ জনের মধ্যে ২৯ জন এবং ব্যবসায় শিক্ষায় ৯৭ জনের মধ্যে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। ঘোষিত ফলাফলে বোর্ডে তাদের অবস্থান ৯ম।
 
বিয়াম মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, তার কলেজ থেকে সর্বমোট ৩০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪৮ জন জিপিএ-৫ সহ ২৯৯ জন পাশ করেছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৪৯ জনের মধ্যে ৯২ জন, মানবিকে ৫০ জনের মধ্যে ১৪ জন এবং ব্যবসায় শিক্ষায় ১০১ জনের মধ্যে ৪২ জন জিপিএ-৫ পেয়েছে। ঘোষিত ফলাফলে বোর্ডে তাদের অবস্থান ১১তম।

বগুড়া পল্লী উন্নয়ন ল্যাবরেটরি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ মো. আব্দুল মান্নান জানান, তার কলেজ থেকে সর্বমোট ১৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৯ জন জিপিএ-৫ সহ ১৮৬ জন পাশ করেছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৩ জনের মধ্যে ৫৩ জন, মানবিকে ৫৯ জনের মধ্যে ২৬ জন এবং ব্যবসায় শিক্ষায় ৪৬ জনের মধ্যে ১০ জন জিপিএ-৫ পেয়েছে। ঘোষিত ফলাফলে রাজশাহী বোর্ডে ১৭ তম স্থান অধিকার করেছেন তারা।  

বাংলাদেশ সময়:১৬৪৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।