ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা বোর্ডে পিছিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ

ঊর্মি মাহবুব, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
ঢাকা বোর্ডে পিছিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের অন্য সব শিক্ষা বোর্ডে শীর্ষ ১০ প্রতিষ্ঠানগুলোর সেরা তিনে যখন অবস্থান করছে ক্যাডেট কলেজগুলো, ঠিক তখনই ঢাকা বোর্ডের মির্জাপুর ক্যাডেট কলেজের অবস্থান দ্বাদশতম।

ঢাকার বোর্ডের প্রথম স্থান অধিকারী উত্তরা মডেল কলেজ ৯৮ দশমিক শূন্য পয়েন্ট অর্জন করেছে।

অন্যদিকে, মির্জাপুর ক্যাডেট কলেজের পয়েন্ট রয়েছে ৯১।
 
ক্যাডেট কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে, বোয়ালিয়ার রাজশাহী ক্যাডেট কলেজ। কলেজটি ৯৫ দশমিক ১৭ পয়েন্ট অর্জন করে রাজশাহীতে সেরাদের সেরা হয়ে প্রথম স্থান অর্জন করেছে।

এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী বোর্ডে ক্যাডেট কলেজগুলোর যেন জয় জয়কার! রাজশাহী বোর্ডের তিনটি ক্যাডেট কলেজই অন্যান্য ক্যাডেট কলেজগুলোর শীর্ষে রয়েছে।

কলেজ তিনটি হলো- বোয়ালিয়ার রাজশাহী ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ ও রাজশাহীর চারঘাট এলাকার রাজশাহী ক্যাডেট কলেজ।
 
অন্যান্য শিক্ষা বোর্ডেরও সেরা দশেই নিজেদের অবস্থান শক্ত করেছে ক্যাডেট কলেজগুলো। যশোর বোর্ডে ৯০ দশমিক ৪৩ পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ।

একই সময়ে কুমিল্লা, চট্টগ্রাম বরিশাল বোর্ডেও প্রথম স্থানে রয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও বরিশাল ক্যাডেট কলেজ। কলেজ তিনটির পয়েন্ট যথাক্রমে ৯১, ৮৮ ও ৯০।

দিনাজপুর ও সিলেট বোর্ডে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ ও সিলেট ক্যাডেট কলেজ। চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজ দুটি অর্জনে রয়েছে ৯১ পয়েন্ট।

২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৯ হাজার নয়শ ৭২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন আট লাখ ৮৫ হাজার ৭০ জন শিক্ষার্থী।

২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৩৩। এর মধ্যে মাদ্রাসা বোর্ডের পাসের হার সবচেয়ে বেশি। চলতি বছরের ফলাফলে মাদ্রাসা বোর্ডের পাসের হার ৯৪ দশমিক ০৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।