ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাদরাসা বোর্ডের সেরা ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
মাদরাসা বোর্ডের সেরা ২০

ঢাকা: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চলতি বছরের আলিম পরীক্ষায় এবার প্রথম স্থান অধিকার করেছে ডেমরার দারুন্নাজাত সিদ্দিকা কামিল মাদরাসা। ৮৫.১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রতিষ্ঠানটি।



এ বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ সাত হাজার ৫৬০ জন। পরীক্ষায় অংশ  নেয় এক লাখ ৫  হাজার ৮৪৯ জন পরীক্ষার্থী।

মাদরাসা বোর্ডে সাধারণ, বিজ্ঞান, মুজাব্বিদ ও মুজাব্বিদ (আংশিক) শাখায় উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য ছাত্রের সংখ্যা ৫৯ হাজার ৩৬২ জন এবং ছাত্রীর সংখ্যা ৪০ হাজার ২১৯ জন। মোট জিপি ৫ পেয়েছে ছয় হাজার ২৫ জন শিক্ষার্থী।

এবারে মাদরাসা বোর্ডে প্রথম স্থানে রয়েছে দারুন্নাজাত সিদ্দিকা কামিল মাদরাসা, ডেমরা। ৩৫৪ জন পরীক্ষার্থীর মধ্য সবাই পাস করেছে, পয়েন্ট ৮৫.১৩। দ্বিতীয় স্থানে রয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী।

এ মাদ্রাসা থেকে ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্য ৫৫৫ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ২৬৬ জন, পয়েন্ট ৮২.৫১। তৃতীয় স্থানে রয়েছে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা, সদর, ঝালকাঠি। ১৭৪ পরীক্ষার্থীর মধ্য ১৭৪ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ১১৮ জন, পয়েন্ট ৮২.১৮।

চতুর্থ স্থানে রয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, মহিলা শাখা, ডেমরা। ১১৭ পরীক্ষার্থীর মধ্য ১১৭ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ৮২ জন,
পয়েন্ট ৮১.৪৫। পঞ্চম স্থানে রয়েছে মকরা ডিএসএন ফাজিল মাদরাসা, লাঙ্গলকোট, কুমিল্লা। ৬৬ পরীক্ষার্থীর মধ্য ৬৬ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ৪১ জন, পয়েন্ট ৭৭.৫৬।

৬ষ্ঠ স্থানে রয়েছে তামিরুল মিল্লাত মাদরাসা, যাত্রাবাড়ী, ঢাকা। ৫১২ পরীক্ষার্থীর মধ্য ৫০৭ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ১৪৯ জন, পয়েন্ট ৭৬.৩৬। সপ্তম স্থানে রয়েছে শর্শিনা দারুসসুন্নাত কামিল মাদরাসা, নেসারাবাদ, পিরোজপুর। ১৭৩ পরীক্ষার্থীর মধ্য ১৭৩ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ৮১ জন, পয়েন্ট ৭৬।

অষ্টম স্থ‍ানে রয়েছে টুমচর এসই ফাজিল মাদরাসা, সদর লক্ষীপুর। ১৪২ পরীক্ষার্থীর মধ্য ১৪২ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ৬৮ জন, পয়েন্ট ৭৪.৫৮। নবম স্থানে রয়েছে ধাপ সাতগারা বায়তুল মুকারম কামিল মাদরাসা, সদর রংপুর। ২০৩ পরীক্ষার্থীর মধ্যে ২০৩ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ৭৫ জন, পয়েন্ট ৭২.৮৪।
 
দশম স্থানে রয়েছে জামিয়া-ই-কাসেমিয়া কামিল মাদরাসা, সদর নরসিংদী। ২৩৯ পরীক্ষার্থীর মধ্য ২৩৯ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ১০৪ জন, পয়েন্ট ৭২.৫১। ১১তম স্থানে রয়েছে জামিয়া আহম্মেদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, পাঁচলাইশ চট্টগ্রাম। ৩০৯ পরীক্ষার্থীর মধ্য ৩০৮ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ৯২ জন, পয়েন্ট ৭২.২৬।

১২তম স্থানে রয়েছে দারুল কোরআন সিদ্দিকা কামিল মাদরাসা, সোনাডাঙ্গা, খুলনা। ১১২ পরীক্ষার্থীর মধ্য ১১১ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ৪৫ জন, পয়েন্ট ৭০.৮৪।
 
১৩তম স্থানে রয়েছে সুলতানপুর ফাজিল মাদরাসা, দ্বেবিদার, কুমিল্লা। ৪৪ পরীক্ষার্থীর মধ্য ৪৪ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ১৯ জন, পয়েন্ট ৬৮.৫৭। ১৪তম স্থ‍ানে রয়েছে মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট গার্লস কামিল মাদরাসা, তেজগাঁও, ঢাকা। ৫৩ পরীক্ষার্থীর মধ্য ৫১ জন পাস করেছে, জিপিএ -৫ পেয়েছে ১৭ জন, পয়েন্ট ৬৭.৮২।

১৫তম স্থানে রয়েছে আল জামিয়াতুল ফালিহা কামিল মাদরাসা, সদর ফেনী। ৩১৫ পরীক্ষার্থীর মধ্য ৩১৪ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ৫৯ জন, পয়েন্ট ৬৭.৩৯। ১৬তম স্থানে রয়েছে বায়তুস শরফ আদর্শ কামিল মাদরাসা, ডাবলমুড়িং, চট্টগ্রাম। ২৬৬ পরীক্ষার্থীর মধ্যে ২৫৫ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ৫৬ জন, পয়েন্ট ৬৭.৮২।

১৭তম স্থানে রয়েছে ভান্ডারিয়া এসআই ফাজিল মাদরাসা, সদর, রাজবাড়ি। ৭৮ পরীক্ষার্থীর মধ্য ৭৮ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ২১ জন, পয়েন্ট ৬৬.৯০। ১৮তম স্থ‍ানে রয়েছে খুলনা কামিল মাদরাসা, সদর, খুলনা। ১৬২ পরীক্ষার্থীর মধ্যে ১৬২ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ৩৮ জন, পয়েন্ট ৬৫.৯৫।
 
১৯তম স্থানে রয়েছে মাজিদিয়া ইসলামিয়া কামিল মাদরাসা, চাদগাঁ, চট্টগ্রাম। ১১৪ পরীক্ষার্থীর মধ্য ১১৪ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ২৫ জন, পয়েন্ট ৬৫.২২। এবং ২০তম স্থানে রয়েছে খান এ সুবুর ওমেন ফাজিল মাদরাসা, সদর, খুলনা। ৪১ পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন পাস করেছে, জিপিএ- ৫ পেয়েছে ১৩ জন, পয়েন্ট ৬৫.২০।
 
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।