ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিকৃবিতে বীজ প্রযুক্তিতে স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
সিকৃবিতে বীজ প্রযুক্তিতে স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্স ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 সিলেট:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বীজ প্রযুক্তির ওপর তিন মাসব্যাপী স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্স শুরু হয়েছে।

সোমবার ক্যাম্পাসের কৃষি অনুষদের কনফারেন্স হলে এ কোর্সের উদ্বোধন করা হয়।



কৃষি মন্ত্রণালয়ের Enhancing Quality Seed Supply Project (EQSSP)  এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাউরেস বিভাগের আয়োজনে এই প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

সাউরেস বিভাগের পরিচালক প্রফেসর ড. এএফএম সাইফুল ইসলামের সভাপতিত্বে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. শাহাবুদ্দিন বলেন, কৃষির প্রধান উপকরণ হলো বীজ। মানসম্পন্ন বীজ ছাড়া কখনোই কৃষির উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে EQSSP এর প্রজেক্ট পরিচালক এম আজহারুল ইসলাম, সিকৃবি রেজিস্ট্রর বদরুল ইসলাম শোয়েব, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. স্নেহাংশু শেখর চন্দ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর মিটু চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বৈজ্ঞানিক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।