ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে ভর্তির আবেদন শুরু বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
খুবিতে ভর্তির আবেদন শুরু বুধবার

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির ‍আবেদন বুধবার থেকে শুরু হচ্ছে।

টেলিটক মোবাইলে এসএমএস পাঠিয়ে আবেদন ফরম ২০ সেপ্টেম্বর পর্যন্ত পূরণ করা যাবে।

 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এসএম আতিয়ার রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (২০ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রাথমিক আবেদন শুরু হচ্ছে।

আর পরীক্ষা শুরু হবে ৩০ অক্টোবর থেকে। এদিন সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং একইদিন বিকাল ৩টায় জীব বিজ্ঞান স্কুলের পরীক্ষা হবে।

৩১ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টায় সামাজিক বিজ্ঞান স্কুল এবং বিকাল ৩টায় কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেষ দিন ১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯ টায় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।

এছাড়াও ভর্তির যে কোনো তথ্য সংশ্লিষ্ট স্কুলের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয় থেকেও জানা যাবে।

এ বছর ২৪টি ডিসিপ্লিনে ‍মোট ১০২৭টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবছর বিভিন্ন বিভাগে ৪৮টি আসন বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত বছর ২১টি ডিসিপ্লিন ও ১টি ইনস্টিটিউটে ৯৭৯ আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।