ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষাখাতে সহায়তা অব্যাহত রাখবে এডিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
শিক্ষাখাতে সহায়তা অব্যাহত রাখবে এডিবি ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশে শিক্ষাখাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এ খাতের অগ্রগতিতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক।

বুধবার এডিবির ভাইস প্রেসিডেন্ট বিন্দু লোহানীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন।



শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, গত পাঁচ বছরে শিক্ষাখাতে যুগান্তকারী অগ্রগতি হয়েছে। মাধ্যমিক স্তর পর্যন্ত বছরে শিক্ষার্থীদের মধ্যে ৩২ কোটি বিনামূল্যের বই বিতরণ, প্রাথমিক ও মাধ্যমিকে ছাত্র-ছাত্রীর সংখ্যা সমতা অর্জন, শিক্ষাক্রম আধুনিকায়ন, সৃজনশীল প্রশ্নপত্র চালু, তথ্য প্রযুক্তির সম্প্রসারণসহ নানা পরিবর্তন আনা হয়েছে। এসব কাজে এডিবি অব্যাহত সহযোগিতা করে চলেছে।

১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশকে এডিবি ১৫ বিলিয়ন ইউএস ডলার ‌‌ঋণ সহায়তা দিয়েছে জানিয়ে মন্ত্রী এডিবির অব্যাহত সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি দলে এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট মোহাম্মদ জাহিদ হোসেন, প্রিন্সিপাল ক্লাইমেট চেইঞ্জ স্পেশালিস্ট মাহফুজুদ্দিন আহমেদ, মিডিয়া রিলেশন স্পেশালিস্ট কারেন লেন, সিনিয়র এডুকেশন সেক্টর স্পেশালিস্ট রুডি ভ্যান দায়েল ও সিনিয়র স্যোসাল সেক্টর অফিসার এবাদুর রহমানও ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাওশি) মহাপরিচালক ফাহিমা খাতুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।