ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৩ নভেম্বর

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
ইবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৩ নভেম্বর

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুযায়ী ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



বুধবার সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেনসহ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা। সভা পরিচালনা করেন ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন।
জানা যায়, শিক্ষার্থীরা টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে SMS -এর মাধ্যমে ৬ সেপ্টেম্বর হতে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। ২৫ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রবেশ পত্র গ্রহণ করা যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd -এ বিস্তারিত জানা যাবে।

এ বছর ২২টি বিভাগের ৮টি ইউনিটে ১ হাজার ৪৬৫ আসনে ভর্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।