ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফাঁস রোধে এবার ৩২ সেট প্রশ্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
ফাঁস রোধে এবার ৩২ সেট প্রশ্ন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার পাবলিক পরীক্ষার জন্য ৩২ সেট প্রশ্নপত্র তৈরি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভা’ শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রতিপত্রের জন্য এবার ৩২ সেট প্রশ্ন তৈরি করা হবে।



পাবলিক পরীক্ষাগুলোর জন্য বর্তমানে চার সেট প্রশ্ন ছাপা হয়ে থাকে। কোন কারণে প্রথমটি দিয়ে পরীক্ষা না নিলে দ্বিতীয়টি দিয়ে নেয়া হয়। এছাড়া রিজার্ভ থাকে আরো দু্টি সেট।

শিক্ষামন্ত্রী বলেন, বিকল্প দুটি সেট নয়, এবার ৩২ সেট প্রশ্ন থাকবে যাতে শিক্ষার্থীরা বুঝতে না পারে কোন সেটে পরীক্ষা হবে। এবার শুধু উপজেলা ছাড়া আর কোথাও প্রশ্ন রাখা হবে না।

যে সব ভল্টে প্রশ্ন রাখা হবে সেগুলোর একাধিক চাবিও থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, যাতে কেউ একা ভল্ট খুলতে না পারে সে জন্য এ ব্যবস্থা।

মন্ত্রী জানান, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটা কমিটি করব। সে কমিটি প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে বিলি করা পর‌্যন্ত কাজ করবে। প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় সেজন্য বোর্ডগুলো উদ্যোগ নিয়েছে।

চলতি বছরের এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনা প্রমাণ পাওয়ার পর সরকারের গঠিত কমিটি একাধিক সেট প্রশ্ন তৈরির সুপারিশ করে।

মন্ত্রী জানান, প্রশ্ন মডারেশন, প্রিন্টিং থেকে শুরু করে বিভিন্ন ধাপে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রশ্নপত্রের জন্য কোড ব্যবহার করা হবে।

এ বছরের এইচএসসি পরীক্ষার কয়েকটি বিষয়ে সকালে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নেয়া হয়েছে বলে জানিয়েছিলেন মন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয় প্রশ্ন ফাঁসের জন্য বিদ্যমান আইনটির সাজা চার বছর থেকে বাড়িয়ে আরো কঠোর সাজার উদ্যোগ নিয়েছে।

বিদ্যমান আইনটি ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) ১৯৮০ (অ্যামেন্ড ১৯৯২) আইন’ নামে পরিচিতি আছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।