ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন বন্ধের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন বন্ধের দাবি

রাঙামাটি: পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পার্বত্য জেলা পরিষদ সংশোধনী আইন বাতিল, রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি নাগরিক পরিষদ ও জেএসএস নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাঙামাটি সদর উপজেলাবাসীর ব্যানারে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এম এন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা, সুশীল সমাজের প্রতিনিধি অধ্যাপক মংসানু চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, ব্লাস্ট এর সমন্বয়ক জুয়েল দেওয়ান।

উপস্থিত ছিলেন- রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, পার্বত্য আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, কেন্দ্রীয় আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা।

সরকার যদি পাহাড়ের বঞ্চিত মানুষের কথা না শুনে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় তবে পাহাড়ে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ান। তিনি বলেন, অতীতে আমাদের কোনো মতামত গ্রহণ না করে সরকার কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাজার হাজার জুম্ম জনগণকে ভূমিচ্যুত করেছে। তাই পাহাড়ে যেকোনো উন্নয়নের ক্ষেত্রে এই এলাকার অধিবাসীদের মতামত গ্রহণের আহ্বান জানান গৌতম দেওয়ান।

সমাবেশের পূর্বে রাঙামাটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দেয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।