ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শনিবার থেকে আইইউবিতে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
শনিবার থেকে আইইউবিতে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন

ঢাকা: সামাজিক বিজ্ঞান ও মানববিদ্যা বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

শনিবার (২৩ আগস্ট) থেকে এ সম্মেলন শুরু হবে।

আর এটি চলবে সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত।

জানা যায়, ‘বিশ্বায়নের পৃথিবীতে আত্মপরিচয়: বহুমাত্রিকতা, রূপান্তর ও প্রতিকূলতা’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র গবেষণা কেন্দ্র সেন্টার ফর সোশ্যাল সায়িন্স রিসার্চ (সিএসএসআর)।

শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকছেন ইউনিভার্সিটি অব আমস্টারডাম এবং ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব সোশ্যাল হিস্ট্রির (আইআইএসএইচ) ইতিহাস, নৃবিদ্যা ও সমাজ বিজ্ঞানের শিক্ষক ও গবেষক স্যার উইলেম ভন শ্যান্ডেল।

এছাড়াও দেশ, বিদেশের খ্যাতনামা শিক্ষক গবেষকরা এতে অংশ নেবেন।  

বাংলাদশে সময়: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।