ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুলের মৃত্যুবার্ষিকীতে নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
নজরুলের মৃত্যুবার্ষিকীতে নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

ময়মনসিংহ: আগামী ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।



সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এস এম হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাফিজুর রহমান জানান, ২৭ আগস্ট বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় জাতীয় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

তিনি জানান, বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে কবির জীবন ও কাজের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম।

সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।


বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগষ্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।