ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবি শিক্ষক সমিতির নির্বাচনে স্বাধীনতা শিক্ষক পরিষদ জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪
খুবি শিক্ষক সমিতির নির্বাচনে স্বাধীনতা শিক্ষক পরিষদ জয়ী

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির সাধারণ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৩টি পদের সব কটিতে জয় পেয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ।

বুধবার বিশ্ববিদ্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান জানান, নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. সারওয়ার জাহান নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আশীষ কুমার দাশ, যুগ্ম-সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ সাদিকুল আমিন, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, প্রচার সম্পাদক সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, সদস্য পদে প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, সহযোগী অধ্যাপক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, সহকারী অধ্যাপক রুমানা রহমান, প্রভাষক মোঃ ফিরোজ আহমেদ, প্রভাষক সৈকত মন্ডল।

নির্বাচনে সরকারপন্থী স্বাধীনতা শিক্ষক পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদ এবং বিএনপি-জামায়াত জোটপন্থী ২টি প্যানেল ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম অংশ নেয়।

নির্বাচনে নিকটতম প্রতিদন্দ্বী হয়েছেন ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ)।

এদিকে পরিষদের নব নির্বাচিত সদস্যরা বুধবার গল্লামারীতে অবস্থিত স্বাধীনতা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।