ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে দু’টি কোর্স চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে দু’টি কোর্স চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও:  ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে সমাজকর্ম বিষয়ে অনার্স ও বিএসসি পাস কোর্সের উদ্বোধন করা হয়েছে।
 
বুধবার দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এ কোর্সের উদ্বোধন করেন।



এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর চৌধুরী লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আলম প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী ও সদর আ’লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।    

এ দু’টি কোর্স চালু হওয়ার ফলে জেলা ও জেলার আশপাশের ছাত্রীরা উচ্চ শিক্ষার সুযোগ পাবে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।