ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিডিয়া ডে ২৪ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিডিয়া ডে ২৪ অক্টোবর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সারাদেশে ছড়িয়ে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫শ’ মিডিয়াকর্মীকে নিয়ে ‘মিডিয়া ডে’ উদযাপিত হবে আগামী ২৪ অক্টোবর। ‘মিডিয়া ডে’-এর আয়োজক হিসেবে থাকবে মিডিয়াকর্মীদের নিয়ে করা নতুন সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিডিয়া সোসাইটি (জেইউএমসি)।



শনিবার বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটির গোলটেবিল কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেইউএমসি’র আহবায়ক ও বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব শহিদুজ্জামান সেলিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের ছাত্র।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেইউএমসি গত ২৩ মে শিল্পকলা একাডেমিতে একটি সাধারণ সভার মাধ্যমে আত্মপ্রকাশ করে। এরপর এটাই সংগঠনের আনুষ্ঠানিক প্রকাশ।

সংবাদ সম্মেলনে অভিনেতা শহীদুজ্জামান সেলিম সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি
অর্জনকারী মিডিয়া সংশ্লিষ্ট পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা সংগঠনের সদস্য হিসেবে বিবেচিত হবেন।

তিনি জানান, ২৪ অক্টোবর সকাল ১০টায় শোভাযাত্রার মাধ্যম মিডিয়া ডের অনুষ্ঠানমালা শুরু হবে। এরপর সকাল ১১টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার
হলে সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিকেল সাড়ে ৩ টায় নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সূর্যাস্তের সময় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস ওড়াবেন জাহাঙ্গীরনগর
মিডিয়া সোসাইটির কর্মীরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর মিডিয়া সোসাইটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, বিশিষ্ট নাট্যাভিনেতা ফারুক আহমদ, শাহাদাত এইচ শামীম
এবং সদস্যসচিব শেখ এহসানুর রহমান, ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেইনসহ বিভিন্ন টেলিভিশনের প্রযোজক, নির্মাতা, সংগীতশিল্পী, সাংবাদিক, উপস্থাপক, নাট্যকার এবং সংগঠকবৃন্দ।

বাংলাদেশ সময় : ১৭৫২  ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।