ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আদিতমারীতে শিক্ষকের বরখাস্তাদেশ বাতিলের দাবিতে ক্লাস বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪
আদিতমারীতে শিক্ষকের বরখাস্তাদেশ বাতিলের দাবিতে ক্লাস বর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: শিক্ষক আব্দুর রাজ্জাকের বরখাস্তাদেশ বাতিলের দাবিতে লালমনিরহাটের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও মানববন্ধন করেছে।
সোমবার সকাল ১১টায় ঘণ্টাব্যাপী বিদ্যালয় গেটে মানবন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।



শিক্ষার্থীরা জানায়, আদিতমারী উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র লিমন মিয়া গত বৃহস্পতিবার ক্লাসে সহপাঠিদের সঙ্গে দুষ্টুমি করে। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক তাকে শাসন করেন।

একটি কুচক্রি মহল ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করে বিভিন্ন দপ্তরে অবগত করে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছে।

এদিকে, ছাত্র পেটানো ঘটনায় শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটি ছাত্র পেটানোর দায়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিদ্যালয়ের অভিভাবক সদস্য লিটন, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন ও পার্শ্ববর্তী দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, ক্লাসে দুষ্টুমি করলে শিক্ষকরা শাসন করতেই পারেন, সেজন্য শিক্ষককে সাময়িক বরখাস্ত করা উচিত নয়। তাই তাদের শিক্ষকের ওপর বরখাস্তাদেশ বাতিলের দাবি জানান তারা।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দার রহমান বাংলানিউজকে বলেন, বিভিন্ন মিডিয়ায় খবরটি প্রকাশ হওয়ায় আমরা ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।