ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ, ভাঙচুর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪
ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী(পাবনা): ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল, শ্রেণিকক্ষে চেয়ার-টেবিল, বেঞ্চ ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে শিক্ষার্থীরা ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কে (আইকে রোড) গাছ ফেলে অবরোধ করলে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অভিযোগ করে, ২ বছর আগে স্কুল ব্যাচের জন্য টাকা নিয়ে এখনো ব্যাচ প্রদান করা হয়নি, এছাড়া প্রধান শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশালিন আচরণ করায় তারা স্কুলে আসতে বিব্রত বোধ করে।

ছাত্রী আফসানা মিমি বাংলানিউজকে জানায়, তাদের সঙ্গে অশালিন আচরণ করেন প্রধান শিক্ষক। শিক্ষার্থী ইমরান হোসেন, সাইদুর রহমান, আফরোজা বেগম, সজিব হোসেন জানায়, প্রধান শিক্ষক ছাত্রদের ‘চোর’ অপবাদ দেওয়ায় তারা স্কুলে যেতেও লজ্জা পান। এছাড়া ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, ক্যাম্পের শিকল নামে একজন অভিভাবক ম্যানেজিং কমিটিতে আসতে না পেরে এবং রঞ্জু নামে একজনের দোকানের সামনে বসার জন্য স্কুলের বেঞ্চ না দেওয়ায় তারা কিছু ছাত্রদের তার বিরুদ্ধে উস্কে দিয়েছে।



তিনি বলেন, কয়েকদিন আগে স্কুলের একটি ফ্যান চুরির ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে স্কুলে মিটিং করায় তারা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে তিনি স্কুলে যান এবং ঘটনাটি সম্পর্কে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ শুনেছেন।

মঙ্গলবার স্কুলের ম্যানেজিং কমিটির সভায় বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রব বাংলানিউজকে জানান, বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।