ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪
কুয়েটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়েট ক্যাম্পাস থেকে: বর্ণাঢ্য আয়োজন আর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আলমগীর।



সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় প্রীতি সমাবেশ। এরপর সকাল দশটা দশ মিনিটে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা।

ড. মুহাম্মদ আলমগীর জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড.শিবেন্দ্র শেখর শিকদার বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পরে প্রধান অতিথি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন।

এরপর সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা বিভিন্ন সাজে অংশগ্রহণ করেন।

বেলা ১১টায় বৃক্ষরোপন কর্মসূচি ও ১১টা ১০ মিনিটে অডিটোরিয়ামের সম্মুখে ব্লাড ডোনার হিসেবে নাম অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি পালিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ অনেকেই অংশ নেন।

১১টা ২০ মিনিটে অডিটোরিয়ামে টেকনিক্যাল পোস্টার সেশনের উদ্বোধন করেন কুয়েট ভিসি। একইস্থানে সকাল ১১টা ৩০ মিনিটে টেকনিক্যাল সেমিনার এবং ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত শর্টফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ১০ মিনিটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উম্মুক্তকরণ, ছাত্র-শিক্ষক প্রীতি ফুটবল ম্যাচ, দোয়া মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ দিক নির্দেশনায় ৩ জুন ১৯৭৪ সালে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে অনেক চড়াই উৎরাই পেরিয়ে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও খুলনাবাসীর ধারাবাহিক সংগ্রামের মধ্যদিয়ে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা।

এটি একটি স্বায়ত্তশাসিত ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হলেও বিভিন্ন সমস্যা এবং উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বাধা থাকার কারণে এবং শিক্ষা ও গবেষণার বর্তমান চাহিদার দিকে লক্ষ্য রেখে ২০০৩ সালের ১ সেপ্টেম্বর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। যাত্রা শুরু হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।