ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ সেপ্টেম্বর

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের (বিবিএ) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ওই দিন ২২টি পরীক্ষাকেন্দ্রে একযোগে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ‘সি’ ইউনিটের ৬২০টি আসনের (বাণিজ্য- ৫৪০টি, অন্যান্য-৮০টি) বিপরীতে মোট ৪৫ হাজার ৫৩২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার দিন অবশ্যই এসএসসি/এইচএসসি বা সমমানের পরীক্ষার ছবি সম্বলিত মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার ডাউনলোডকৃত দুই কপি প্রবেশপত্র পরীক্ষার হলে নিয়ে আসতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র http://jnu.teletalk.com.bd  অথবা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.jnu.ac.bd গিয়ে ডাউনলোড করা যাচ্ছে।

পরীক্ষার্থী মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার হলে এমন কোনোকিছু পাওয়া গেলে পরীক্ষার্থী বহিষ্কৃত হবেন।

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও নতুন ওয়েবসাইট www.jnu.ac.bd এ পাওয়া যাচ্ছে।

১২ সেপ্টেম্বর শুক্রবার ‘এ’ ইউনিটের, ১৩ সেপ্টেম্বর শনিবার ‘ই’ ইউনিটের, ১৯ সেপ্টেম্বর শুক্রবার ‘বি’ ইউনিটের এবং ২৬ সেপ্টেম্বর শুক্রবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।