ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ নিয়ে হাইকোর্টে রিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ নিয়ে হাইকোর্টে রিট

ঢাকা: সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিলের অনুমতি ছাড়া কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ না খোলার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

বুধবার এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ।



সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হওয়ার পরীক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারেননি।

এ অবস্থায় রিট করেন ওই আইনজীবী।

এ বিষয়ে বার কাউন্সিলের বক্তব্য হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অননুমোদিত/অনুমোদিত কোর্স রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এটা সুনির্দিষ্ট না করে দেওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফরম দেওয়া হবে না।

রিটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, শিক্ষা সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, বাংলাদেশ বার কাউন্সিলকে বিবাদী করা হয়েছে।

রিটে সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিলের পূর্ব সম্মতি ছাড়া কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ খোলা এবং এলএলবি ও এলএলএম কোর্সে শিক্ষার্থী ভর্তি না করতে কেন ইউজিসি চেয়ারম্যান ও শিক্ষা সচিবকে নির্দেশনা দেওয়া হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ের জন্যও একই ধরনের আদেশ চাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।