ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভর্তি পরীক্ষা ১৭-২৩ সেপ্টেম্বর

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
জাবিতে ভর্তি পরীক্ষা ১৭-২৩ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভা শেষে কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা)  মোহাম্মদ আলী এই তথ্য জানান।



শর্ত শিথিল করে দুই দফায় বিজ্ঞপ্তি প্রচারের কারণে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম বিজ্ঞপ্তির আবেদনকারীরা যদি দ্বিতীয় বিজ্ঞপ্তির শর্ত পূরণ করে পরীক্ষা দিতে চায় তবে তারা পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে দ্বিতীয়বার আবেদন করা লাগবে না। প্রথম আবেদন দিয়েই সে শর্ত পূরণ করে যে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারবে। বিষয়টি আমরা ওপেন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছি।

এই শিক্ষাবর্ষে ১ লাখ ৯৬ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।