ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়: নিজ ক্যাম্পাসেই হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। হামলার শিকার ওই শিক্ষার্থীর নাম আরিফুর রহমান।

তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

বুধবার সন্ধ্যায় চারুকলা অনুষদের সামনে ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রণ’র নেতৃত্বে আরও কয়েকজন শিক্ষার্থীসহ আরিফুর রহমানের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।

গুরুতর আহত অবস্থায় আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীকে হামলার খবর শুনেছি। হামলায় জড়িত রণ নামে একজনের কথা জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।