ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ দেবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ দেবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

ঢাকা: বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মান বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেবে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি-সিডনি।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফররত প্রতিনিধিদল বুধবার অস্ট্রেলিয়ার ওই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলে তারা এ প্রতিশ্রুতি দেয়।



শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিভার্সিটি অব টেকনোলজি-সিডনি পরিদর্শনকালে বিভিন্ন বিভাগের ডিন, অধ্যাপক ও অন্যান্য কর্মকর্তাদের সাথে এক বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

এসময় ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মান বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করে। এ বিষয়ে শিগগির পারষ্পরিক উদ্যোগ নেওয়া হবে।  

সিডনিতে সমন্বিত শিক্ষা বিষয়ক একটি সেমিনারে অংশ নেওয়া শিক্ষামন্ত্রীর ৪ অক্টোবর দেশে  ফেরার কবথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।