ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি উপাচার্যের শারদীয় দুর্গা উৎসব পরিদর্শন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪
জাবি উপাচার্যের শারদীয় দুর্গা উৎসব পরিদর্শন অধ্যাপক ড. ফারজানা ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হরিজন সম্প্রদায় আয়োজিত শারদীয় দুর্গা উৎসব পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

শুক্রবার তিনি এ উৎসব পরিদর্শন করেন।



এ সময় আলোচনা পর্বে উপাচার্য বলেন, বৈষম্য বিলোপ আইনের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সমাজের মূল স্রোতে উঠে আসতে পারে। বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে আন্তরিক বলে মন্তব্য করেন তিনি।

এ সময় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন, লেখাপড়া শেখার মাধ্যমে হরিজন সম্প্রদায়ের মানুষ নতুন প্রজন্মে উঠে আসবে।

তিনি হরিজন সম্প্রদায়ের আবাসস্থলের অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, কথা সাহিত্যিক আখতার হোসেন, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি রাজা লাল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন অমর চাদ মণ্ডল। আলোচনা পর্ব শেষে উপাচার্য পূজামণ্ডপ পরিদর্শন করেন উপাচার্য।

বাংলাদেশে সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।