ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জে বি উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী বুধবার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৪
জে বি উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী বুধবার

মিরসরাই(চট্টগ্রাম): চট্টগ্রাম জেলায় সেরা দশে স্থান পাওয়া মিরসরাইয়ের স্বনামধন্য বিদ্যাপীঠ জে বি উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার।

মঙ্গলবার ভোরের আলো ফুটলেই (সকাল থেকে) শুরু হবে পুনর্মিলনীর মহামিলন মেলা।

জেবি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় আয়োজিত সদস্যদের সভা শেষে আয়োজক কমিটির সদস্যরা এসব তথ্য জানায়।

জে বি এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবার প্রথম বারের মতো এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। সর্বশেষ এ সভায় অনুষ্ঠান সফল করতে করনীয় বিভিন্ন কার্যক্রম ও দায়িত্ব বন্টন নিয়ে আলোচনা করা হয়।

স্কুলের প্রাক্তন ছাত্র নাজমুল হক জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠান পূর্ববর্তী প্রস্তুতি সংক্রান্ত এ সভায় জে বি এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য ও প্রতিটি ব্যাচের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় ৪’শ শিক্ষার্থী এরই মধ্যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার লক্ষে নাম রেজিস্ট্রেশন করেছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত ব্যাচ প্রতিনিধিরা। এছাড়া বুধবার অনুষ্ঠান চলাকালীন প্রাক্তন শিক্ষার্থীরা নাম নিবন্ধনের সুযোগ পাবেন।

নাজমুল হক জুয়েল জানান, ভোরে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সকাল ৯টায় প্রীতি ক্রিকেট ম্যাচ এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এ ছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, স্মৃতিচারণ, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেফেল-ড্র সহ বিনোদনমূলক বিভিন্ন ইভেন্ট।

বিকেলে সাংস্কৃতিক পর্বে চট্টগ্রামের সেরা ব্যান্ড দল বে অফ বেঙ্গল এবং ক্লোজ আপ তারকা রাজিব সংগীত পরিবেশনের কথা রয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মকসুদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুলের প্রধান শিক্ষক বাবু তুষার কান্তি বড়ুয়া, বাংলানিউজের হেড আব মার্কেটিং সিরাজুল ইসলাম সুমন প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা জন্য চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপ ও লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক সভাপতি।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দেশের সেরা অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।