ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সেমিনার

ঢাকা: সাউথ এশিয়ান স্টাডি সার্কেল, জবি’র উদ্যোগে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ২০১৪ উদযাপন’ উপলক্ষে ‘সেমিস্টার সিস্টেম: দ্য এক্সপেরিয়েন্স অব জগন্নাথ ইউনিভার্সিটি’ শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান স্টাডি সার্কেল, জবি’র প্রধান উপদেষ্টা এবং উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।



সভাপতির বক্তব্যে তিনি বলেন, সিমেস্টার পদ্ধতিতে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সচেতনাই কেবল যথাসময়ে কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া বলেন, সিমেস্টার পদ্ধতিকে সফল করার ক্ষেত্রে যথাসময়ে ক্লাস সম্পন্ন করা, পরীক্ষা নেওয়া এবং ফলাফল প্রকাশ করা জরুরি। এ বিষয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক হওয়া প্রয়োজন। যথাসময়ে সেমিস্টার সম্পন্ন করা গেলে তা গবেষণার ক্ষেত্রে নিয়ামক হিসেবে বিশেষ ভূমিকা পালন করবে।

এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট’র অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান বক্তব্য রাখেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।

মূল প্রবন্ধে বলা হয় বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠিত ও পুরাতন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সিমেস্টার সিস্টেমে পড়ালেখা ও পরীক্ষা নেওয়ার নিয়ম চালু হবার আগে সেখানে মেন্যুয়াল পদ্ধতিতে পড়া-লেখা ও পরীক্ষা গ্রহণ করা হতো। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৬ সালে যাত্রা শুরুর সময় থেকেই সিমেস্টার পদ্ধতি অনুযায়ী একাডেমিক কার্যক্রম চলছে। উচ্চ শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য এ পরিস্থিতির পরিবর্তন দরকার। এজন্য শিক্ষক ও শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা সরকারের পক্ষ থেকেও কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এসময় ধন্যবাদ বক্তব্য প্রদান করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল। এছাড়াও ফামের্সি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ রুহুল মোমেন বক্তব্য রাখেন।

এসময় বিভাগীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।