ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রতিষ্ঠার ৯ বছরেও কুবিতে হয়নি মুক্তিযুদ্ধের ভাস্কর্য

মিজান উদ্দীন,কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
প্রতিষ্ঠার ৯ বছরেও কুবিতে হয়নি মুক্তিযুদ্ধের ভাস্কর্য ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি): ২০০৬ সালের ২৮মে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। কিন্তু প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কোনো ভাস্কর্য কিংবা ম্যুরাল নির্মিত হয়নি।

এনিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৫০ একর জায়গা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলেও কার্যত ৩০ একরের মধ্যেই ক্যাম্পাসটি বিস্তৃত। ক্যাম্পাসের পশ্চিম দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হলেও তা এখনও সমাপ্ত হয়নি।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে বাম দিকের টিলার ওপর একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণের। কিন্তু প্রশাসনের আন্তরিকতার অভাবে তা করা হচ্ছে না।

তারা বলছেন, মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়া ও তাদের সেই চেতনায় উদ্বেলিত করতে এ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একটি ভাস্কর্য কিংবা ম্যুরাল থাকা উচিত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বাংলানিউজকে বলেন, এবিষয়ে লিখিত কোনো পরিকল্পনা না থাকলেও কর্তৃপক্ষের ভাবনায় ভাস্কর্য নির্মাণের চিন্তা আছে।

বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।