ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৪৯তম সমাবর্তনের আবেদন শুরু ৩ নভেম্বর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
ঢাবির ৪৯তম সমাবর্তনের আবেদন শুরু ৩ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৯তম সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন পত্র সংগ্রহ শুরু হচ্ছে ৩ নভেম্বর থেকে।

যথাযথভাবে তা পূরণ করে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ১১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে।

সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০১৫ সালের ১৩ জানুয়ারি।

রোববার সভায় (২৬ অক্টোবর) ৪৯তম সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতি এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সুষ্ঠুভাবে সমাবর্তন সম্পন্ন করার লক্ষ্যে সভা থেকে একটি নির্বাহী কমিটি, ১টি ব্যবস্থাপনা কমিটি এবং ২৫টি উপকমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন- প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীনসহ সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির প্রতিনিধি এবং অফিস প্রধানগণ।

৪৯তম সমাবর্তনে সমাবর্তন বক্তা থাকবেন জেনেভাভিত্তিক মেধাস্বত্ব সংগঠন (The World Intellectual Property Organization) (WIPO)- এর মহাপরিচালক ফ্রান্সির গারি (Francis Gurry)। সমাবর্তন অনুষ্ঠানে তাকে ডক্টর অব লজ (Doctor of Laws) ডিগ্রি প্রদান করা হবে।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।