ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
ফেনী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা- ২০১৪ অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২৯ অক্টোবর) কলেজ অডিটোরিয়ামে বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন- উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী।

বিভাগীয় প্রধান সফিকুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন- অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন মজুমদার।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- আমজাদ হোসেন, মুহাম্মদ ইলিয়াস, মজুমদার রশিদ, আতিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন বাবু প্রমুখ।
 
পরে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।