ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সবার জন্য হোম ইকোনমিক্স পড়ার সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
সবার জন্য হোম ইকোনমিক্স পড়ার সুযোগ ছবি: জাহিদুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সমাজকে এগিয়ে নিয়ে যেতে ছেলে-মেয়ে সবার জন্য হোম ইকোনমিক্স পড়ার সুযোগ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় হোম ইকোনমিক্স কলেজ অডিটেরিয়ামে ‘হোম ইকোনমিক্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ উদ্বাধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



উপাচার্য বলেছেন, হোম ইকোনমিক্স ছেলে-মেয়ে সকলের জন্য উন্মুক্ত করা উচিত।

তিনি বলেন, আমরা নারী-পুরুষ সবাই মিলে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। সব জায়গায় এখন নারীদের প্রবেশাধিকার নিশ্চিত করা হয়েছে। হোম ইকোনমিক্স-এ কেন ছেলেরা পড়তে পারবে না?

আরেফিন সিদ্দিক বলেন, আমরা প্রস্তাব করেছি, সব বিশ্ববিদ্যালয় ও কলেজে পরীক্ষার মাধ্যমে ছেলে-মেয়েরা ভর্তি হবে।

১৯৬১ সাল থেকে যাত্রা শুরু করে হোম ইকোনমিক্স কলেজ। আজ থেকে এ কলেজেই যাত্রা শুরু করল  ‘হোম ইকোনমিক্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ নামে।

হোম ইকোনমিক্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নাসিমা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, মহাসচিব ফাতেমা সুরাইয়া, হোম ইকোনমিক্স কলেজের অধ্যক্ষ সামছুন্নাহার, ডিজাইনার বিবি রাসেল, সাবেক সাংসদ রোমানা মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।