ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘ক’ ইউনিটের সাক্ষাৎকার শুরু ২৮ নভেম্বর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
ঢাবির ‘ক’ ইউনিটের সাক্ষাৎকার শুরু ২৮ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে।

প্রতিদিন সকাল-বিকেল দুই শিফটে মোট ১৫শ’ শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

সাক্ষাৎকার গ্রহণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

নির্ধারিত ছক অনুযায়ী জীববিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে এ সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টা-বেলা ১টা পর্যন্ত মেধাক্রম ১-৭৫০, দুপুর ২টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত মেধাক্রম ৭৫১-১৫০০, ২৯ নভেম্বর শনিবার একই সময় সকালে মেধাক্রম ১৫০১- ২২৫০ এবং বিকেলে ২২৫১-৩০০০ এবং ৩০ নভেম্বর রোববার সকালে মেধাক্রম ৩০০১-৩৭৫০ এবং বিকেলে মেধাক্রম ৩৭৫১-৪৫০০ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

সাক্ষাৎকারের সময় প্রার্থীকে যেসব কাগজপত্র আনতে হবে, তা হলো- (১) মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশের সকল মূল গ্রেডশিট, (২) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং (৩) ভর্তির ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর বিভাগ/বিষয়ের পছন্দক্রম-এর কপি।    
                  
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।