ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
বাকৃবিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



ভর্তি তথ্য সেলের সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার ফারুক আহম্মদ জানান, ১২০০ আসনের বিপরীতে এ বছর ১৬ হাজার ৭০ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। প্রাথমিক বাছাই শেষে ৯ হাজার ৮৯২ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়াই যারা জিপিএ ন্যূনতম ৯ দশমিক ৪০ পেয়েছেন, তারা প্রাথমিক বাছাইয়ে টিকেছেন।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.bau.edu.bd) প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

আসন বিন্যাস-ভেটেরিনারি অনুষদ: ১০০০১-১১৩৩৫, কৃষি অনুষদ (পূর্ব ভবন): ১১৩৩৬-১১৮৪৩, কৃষি অনুষদ (পশ্চিম ভবন): ১১৮৪৪-১২৭১৮, কৃষি অনুষদ (কৃষি সম্প্রসারণ ভবন): ১২৭১৯-১২৯৭৬, কৃষি অনুষদ (করিম ভবন): ১২৯৭৭-১৩৮৫৪, কৃষি অনুষদ (বর্ধিত ভবন- নীচতলা): ১৩৮৫৫-১৪০৭০, পশুপালন অনুষদ: ১৪০৭১-১৪৮৭৭, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ: ১৪৮৭৮-১৫৫১৭, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ (মূল ভবন): ১৫৫১৮-১৬৩৬৭, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় ও ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ: ১৬৩৬৮-১৬৮১৪, মাৎস্যবিজ্ঞান অনুষদ: ১৬৮১৫-১৭৩৫৪, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল: ১৭৩৫৫-১৮২৩৬, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ১৮২৩৭-১৯০৯৬, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টার: ১৯০৯৭-১৯৩৫৬ ও বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়: ১৯৩৫৭-১৯৮৯৯।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।