ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অলিউর রহমানের তথ্যঅধিকার আইনে পিএইচডি ডিগ্রি লাভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
অলিউর রহমানের তথ্যঅধিকার আইনে পিএইচডি ডিগ্রি লাভ মো. অলিউর রহমান

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম সিন্ডিকেট সভায় ‘সংবাদকর্মীদের তথ্য অভিগম্যতা: তথ্যঅধিকার আইন প্রণয়ন-পূর্ব ও পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ’ (Journalists’ Access to Information: Pre-and Post-Situation Analysis of the Right to Information Act) শীর্ষক অভিসন্দর্ভের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মো. অলিউর রহমানকে সম্প্রতি পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের তত্ত্বাবধানে তার গবেষণাকর্ম সম্পন্ন করেন।



গবেষক ড. অলিউর রহমান ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বাড়ি বাগেরহাট জেলার জামুয়া গ্রামে।

তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতায় ১৯৯১ সালে বিএ (অনার্স) এবং ১৯৯৪ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে গণযোগাযোগ বিষয়ে এমফিল ডিগ্রি লাভ করেন।

ড. রহমান দৈনিক ইতোপূর্বে ‘প্রথম আলো’র পর্যালোচনা ও প্রশিক্ষণ বিভাগে, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সিনিয়র প্রশিক্ষক হিসেবে, জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি)-এর এলজিএসপি-এলআইসি প্রকল্পের আইইসি কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি ইনস্টিটিউট অব ইনোভেটিভ মিডিয়া অ্যান্ড ই-জার্নালিজম (ইমেজ)-এর অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি ইনস্টিটিউট অব কমিউনিকেশন অ্যান্ড ই-লার্নিং (আইসেল)-এর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে তার পাঁচটি বই প্রকাশিত হয়েছে।
           
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।