ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ডেইলি বেসিক কর্মচারীদের মানবেতর জীবন

ইমরান আহমেদ,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
জবির ডেইলি বেসিক কর্মচারীদের মানবেতর জীবন

জবি: অস্থায়ী চাকরির স্বল্প বেতনে মানবেতর জীবনযাপন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দৈনিক হাজিরা ভিত্তিক নিযুক্ত কর্মচারীরা । বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকলেও স্থায়ী নিয়োগ পাচ্ছেন না তারা।



সাপ্তাহিক ছুটি, ঈদ-পূজার ছুটি, গ্রীষ্ম বা শীতকালীন ছুটি অন্যান্য কর্মচারীদের জন্য অবসর যাপনের দিন হলেও দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের ভাগ্যে নেমে আসে চরম দুর্ভোগ।

কারণ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে তারা কোন বেতন পান না। এতে স্থায়ী ও দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের বেতন বৈষম্য সৃষ্টি হয়েছে। একদিকে নিজের সংসারে জোড়াতালি অন্যদিকে বেতন বৈষমের রোষানলে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

সরকার কর্তৃক ঘোষিত ছুটির তালিকায় ৯০ দিন বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়। আর সাপ্তাহিক ছুটির তালিকায় যোগ হয় আরও ১০৫ দিন। এ ছুটির বাইরেও উপাচার্যের সংরক্ষিত ছুটি আছে ৩ দিন। সব মিলিয়ে বছরের ৩৬৫ দিনের মধ্যে ২০০ দিনই বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়। বাকি দিনের স্বল্প বেতনে পরিবার পরিজন নিয়ে চলতে হয় দুর্ভোগে থাকা এ কর্মচারীদের।

‘ম’ অদ্যক্ষরের এক দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী বলেন, প্রায় সাত বছর ধরে সৎ ও নিষ্ঠার সাথে বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। চাকুরী স্থায়ীকরণে বার বার আশা দেখালেও সেদিকে বিশেষ নজর দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে তার মত ২৫২ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীর দুর্দশা চরমে পৌঁছে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নকর্মী, এমএলএসএস, অফিস সহকারী ও কেরানী পদে আড়াইশ’ কর্মচারী দৈনিক হাজিরা ভিত্তিকভাবে নিযুক্ত আছেন। তাদের কেউ কেউ দশ বছর ধরে কর্মরত। নিয়োগের পর বিভিন্ন সময়ে চাকরি স্থায়ীকরণের আশা দেখানো হয়েছে তাদের।

কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সুনজরের অভাবে তা বাস্তবায়ন করা হয়নি। এতে একই পদে স্থায়ী নিযুক্ত কর্মচারীদের সাথে দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের বেতন বৈষম্য দেখা দিয়েছে।

দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, আমরা নিয়মিত কর্মচারীদের সমান কাজ করি। কিন্তু আমাদের যে বেতন দেয়া হয় তা দিয়ে জীবন ধারণ করা সম্ভব নয়।
 
এ বিষয়ে জবি ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে ইতোমধ্যে বেশ কয়েকজনের চাকুরী স্থায়ীকরণ করা হয়েছে। ধাপে ধাপে তাদেরকে স্থায়ী করে নেয়া হবে।

তবে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ডেইলি বেসিক কর্মচারীদের নিয়োগের সময় বলা আছে তাদেরকে স্থায়ী করা হবে না। মঞ্জুরী কমিশন যদি পদ সৃষ্টি করে তাহলে ধীরে ধীরে তাদের স্থায়ী করা হবে। তবে এটি সময় সাপেক্ষ প্রক্রিয়া।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।